মাইক্রোসফট উইন্ডোজের শীর্ষ পদে মাদ্রাজ আইআইটির প্রাক্তনী

 


মাইক্রোসফটের সত্য নাদেল্লা, গুগলের সুন্দর পিচাইয়ের পর এবার প্রধান হলেন আরও এক ভারতীয় পবন দাবুলুরি (Pavan Davuluri)। সারা পৃথিবীতে বড় বড় সংস্থার মাথায় রয়েছেন বেশ কয়েকজন ভারতীয়। পবন দাভুলুরি (Pavan Davuluri) আইআইটি মাদ্রাসের (IIT Madras) ছাত্র ছিলেন । ২৩ বছর ধরে বিল গেটস এর সংস্থা মাইক্রোসফটে কাজ করেছেন পবন । তিনি যুক্ত ছিলেন কোয়ালকম এবং এএমডি বিভাগের চিপ বা প্রসেসর তৈরির কাজেও। তাই এই ভারতীয়ের উপর ভরসা দেখাল মাইক্রোসফট। আইআইটি মাদ্রাসের স্নাতক পবন দাভুলুরি আগে সারফেস গ্রুপের দেখভাল করতেন। এখন তিনি মাইক্রোসফটের উইন্ডোজ এবং সারফেস দুই বিভাগেরই প্রধানের দায়িত্ব সামলাবেন।

পবনের নয়া দায়িত্ব

মাইক্রোসফট (Microsoft) আগেই উইন্ডোজ ও সারফেসকে আলাদা করে দিয়েছিল। এবং দুটির জন্য ভিন্ন নেতৃত্বের কথাও জানিয়েছিল। এর আগে পবন সারফেস সিলিকনের কাজের দেখাশোনা করতেন। যেখানে মিখাইল পারাখিন নেতৃত্ব দিতেন উইন্ডোজ বিভাগকে। মিখাইল এবার নতুন ভূমিকাকে এক্সপ্লোর করতে চান। আর তার পরই পবনকে দুই বিভাগেরই প্রধান হিসেবে বেছে নেওয়া হয়। এর আগে এই পদে ছিলেন পানোস পনয়। তিনি মাইক্রোসফট ছেড়ে আমাজনে যোগ দেওয়ায় ওই দুই পদে এলেন পবন।

পবন দাভুলুরি সম্পর্কে অজানা কিছু কথা 

আইআইটি মাদ্রাস থেকে স্নাতক ডিগ্রি পাওয়ার পর পরবর্তীতে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পাঠ শেষ করেন পবন । মাইক্রোসফটের উইন্ডোজ এবং সারফেস বিভাগের নতুন প্রধানের লিঙ্কডইন প্রোফাইল সূত্রে এমনটাই জানা গিয়েছে।

মাইক্রোসফটেই কেরিয়ার শুরু করেছিলেন ২০০১ সালে । Reliability Component Manager হিসেবে সেই সময়ে মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন পবন । 

মাইক্রোসফট সংস্থার সঙ্গে দীর্ঘ ২৩ বছর ধরে যুক্ত রয়েছেন পবন। এর আগেও একাধিক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। নতুন দায়িত্ব পাওয়ার আগে মাইক্রোসফটের পিসি অ্যান্ড এক্সবক্স হার্ডওয়্যার, সারফেস এবং উইন্ডোজ বিভাগের শীর্ষস্তরে থেকে সমস্ত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন তিনি। 

নতুন দায়িত্ব পাওয়ার আগে পবন দাভুলুরিকে Windows and Silicon & Systems Integration- এর ভাইস প্রেসিডেন্টে হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল, ২০২১ সালে। তাঁর দায়িত্ব ছিল আর্ম বেসড ডিভাইসের ক্ষেত্রে উইন্ডোজ কীভাবে এবং কতটা কাজে লাগবে তার তদারকি করা। 

মাইক্রোসফটের (Microsoft) এক্সপিরিয়েন্স অ্যান্ড ডিভাইস বিভাগের প্রধান রাজেশ ঝা-বলেছেন, ‘‘পবন এখন নতুন দলের নেতৃত্বে থাকছেন এবং আমাকে সব তথ্য জমা দেবেন। শিল্পা রঙ্গনাথন, জেফ জনসন এবং তাঁদের দল সরাসরি পবনের নেতৃত্বে কাজ করবেন। উইন্ডোজ দল মাইক্রোসফ্‌টের কৃত্রিম মেধার দলের সঙ্গে কাজ করবে।







Comments

Popular posts from this blog

How Bulk SMS Gateways Revolutionize Customer Engagement and Marketing

Why Should You Consider Your Website’s Loading Speed