Posts

Showing posts from April, 2024

The Best Way to Understand Blockchain Technology

Image
  Understanding blockchain technology can seem complex at first, but let's break it down into simpler terms:   1.       1)  Imagine a Digital Ledger: Think of a blockchain as a digital ledger or record book, similar to a spreadsheet, where transactions are recorded.   2.      2)  Decentralization: Instead of having one central authority (like a bank) controlling the ledger, blockchain is decentralized. This means the ledger is stored on many computers (nodes) around the world.   3.      3)  Blocks: Transactions are grouped together into blocks. Each block contains a list of transactions, like pages in a ledger.   4.      4)  Chain of Blocks: These blocks are linked together in a chain, with each block containing a reference (hash) to the previous block, forming a continuous chain of blocks – hence the name "blockchain."   5.     5)   Security Through Crypt...

মাইক্রোসফট উইন্ডোজের শীর্ষ পদে মাদ্রাজ আইআইটির প্রাক্তনী

Image
  মাইক্রোসফটের সত্য নাদেল্লা, গুগলের সুন্দর পিচাইয়ের পর এবার প্রধান হলেন আরও এক ভারতীয় পবন দাবুলুরি (Pavan Davuluri)। সারা পৃথিবীতে বড় বড় সংস্থার মাথায় রয়েছেন বেশ কয়েকজন ভারতীয়। পবন দাভুলুরি (Pavan Davuluri) আইআইটি মাদ্রাসের (IIT Madras) ছাত্র ছিলেন । ২৩ বছর ধরে বিল গেটস এর সংস্থা মাইক্রোসফটে কাজ করেছেন পবন । তিনি যুক্ত ছিলেন কোয়ালকম এবং এএমডি বিভাগের চিপ বা প্রসেসর তৈরির কাজেও। তাই এই ভারতীয়ের উপর ভরসা দেখাল মাইক্রোসফট। আইআইটি মাদ্রাসের স্নাতক পবন দাভুলুরি আগে সারফেস গ্রুপের দেখভাল করতেন। এখন তিনি মাইক্রোসফটের উইন্ডোজ এবং সারফেস দুই বিভাগেরই প্রধানের দায়িত্ব সামলাবেন। পবনের নয়া দায়িত্ব মাইক্রোসফট (Microsoft) আগেই উইন্ডোজ ও সারফেসকে আলাদা করে দিয়েছিল। এবং দুটির জন্য ভিন্ন নেতৃত্বের কথাও জানিয়েছিল। এর আগে পবন সারফেস সিলিকনের কাজের দেখাশোনা করতেন। যেখানে মিখাইল পারাখিন নেতৃত্ব দিতেন উইন্ডোজ বিভাগকে। মিখাইল এবার নতুন ভূমিকাকে এক্সপ্লোর করতে চান। আর তার পরই পবনকে দুই বিভাগেরই প্রধান হিসেবে বেছে নেওয়া হয়। এর আগে এই পদে ছিলেন পানোস পনয়। তিনি মাইক্রোসফট ছেড়ে আমাজনে যোগ দেওয়ায় ওই দুই পদ...